যিশাইয় 44:24-26
Bengali: পবিত্র বাইবেল
24 তোমরা এখন যা, সে সৃষ্টি প্রভুর।
তোমরা মাতৃ-জঠরে থাকার সময়ই প্রভু এইসব করেছেন।
প্রভু বলেন, “আমি প্রভু, সব কিছু বানিয়েছি!
আকাশকে আমি নিজেই টেনে বিছিয়েছি!
বিশ্বকে আমি একাই ছড়িয়ে দিয়েছি।
আমাকে সাহায্য করবার জন্য আমার সঙ্গে আর কেউ ছিল না।”
25 ভ্রান্ত ভাববাদীরা মিথ্যা কথা বলে। কিন্তু প্রভু তাদের দেখিয়ে দেন যে তাদের ভবিষ্যৎ বাণী মিথ্যা। তিনি যাদুকরদের হত বুদ্ধি করে দেন। জ্ঞানী লোকদেরও তিনি বিভ্রান্ত করে দেন। যদিও তারা ভাবে তারা অনেক কিছু জানে কিন্তু প্রভু তাদের বোকার মতো করে দেবেন। 26 প্রভু লোকদের কাছে তাঁর বার্তা পৌঁছে দিতে তাঁর সেবকদের পাঠাবেন। প্রভু সেই বার্তাকে সত্য করবেন! লোকদের কি করা উচিৎ তা জানতে তিনি বার্তাবাহকদের পাঠাবেন। এবং প্রভু দেখান যে তাদের উপদেশটি ভালো।
যিহূদাকে পুনর্নির্মাণ করতে ঈশ্বর কোরসকে বেছে নেন
জেরুশালেমকে প্রভু বলেন, “লোকে আবার তোমার মধ্যে বাস করবে!”
প্রভু যিহূদার শহরগুলিকে বললেন, “তোমরা আবার পুনর্গঠিত হবে!”
ধ্বংস হয়ে যাওয়া শহরগুলিকে তিনি বললেন, “তোমাদের আমি আবার গড়ে তুলব।”
Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International