Add parallel Print Page Options

লোকে ঈশ্বরকে বুঝতে পারে না

প্রভু বলেন, “তোমাদের চিন্তা আর আমার চিন্তা এক নয়।
    তোমাদের রাস্তা আমার রাস্তার মত নয়।
পৃথিবীর থেকে স্বর্গ অনেক উঁচুতে।
    ঠিক সে রকমই তোমাদের থেকে আমার পথও অনেক উঁচু এবং চিন্তাও অনেক উঁচুতে বিচরণ করে।”
    প্রভু নিজে নিজেই একথা বলেন।

10 “বৃষ্টি ও বরফ কণা আকাশ থেকে পড়ে
    এবং তা আর আকাশে ফিরে যায় না, যতক্ষণ না তারা মাটি স্পর্শ করে মাটিকে ভেজায়।
তখন মাটি গাছকে অঙ্কুরিত করে বড় করে তোলে।
    এই গাছগুলি কৃষকদের জন্য বীজ বানায় আর লোকে এই বীজ ব্যবহার করে খাবার রুটি বানায়।

Read full chapter