Font Size
যিশাইয় 55:8-10
Bengali: পবিত্র বাইবেল
যিশাইয় 55:8-10
Bengali: পবিত্র বাইবেল
লোকে ঈশ্বরকে বুঝতে পারে না
8 প্রভু বলেন, “তোমাদের চিন্তা আর আমার চিন্তা এক নয়।
তোমাদের রাস্তা আমার রাস্তার মত নয়।
9 পৃথিবীর থেকে স্বর্গ অনেক উঁচুতে।
ঠিক সে রকমই তোমাদের থেকে আমার পথও অনেক উঁচু এবং চিন্তাও অনেক উঁচুতে বিচরণ করে।”
প্রভু নিজে নিজেই একথা বলেন।
10 “বৃষ্টি ও বরফ কণা আকাশ থেকে পড়ে
এবং তা আর আকাশে ফিরে যায় না, যতক্ষণ না তারা মাটি স্পর্শ করে মাটিকে ভেজায়।
তখন মাটি গাছকে অঙ্কুরিত করে বড় করে তোলে।
এই গাছগুলি কৃষকদের জন্য বীজ বানায় আর লোকে এই বীজ ব্যবহার করে খাবার রুটি বানায়।
Bengali: পবিত্র বাইবেল (BERV)
Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International