Add parallel Print Page Options

24 “কিন্তু সেই সময়, সেই কষ্টের শেষে,

‘সূর্য অন্ধকার হয়ে যাবে
    এবং চাঁদ আর আলো দেবে না।
25 আকাশ থেকে তারা খসে পড়বে,
    আকাশের সমস্ত শক্তি বিচলিত হবে।’[a]

26 “তখন লোকেরা দেখবে, মানবপুত্র মহামহিমায় ও পরাক্রমের সঙ্গে মেঘরথে আসছেন। 27 তখন মানবপুত্র তাঁর স্বর্গদূতদের পাঠিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আকাশের অন্য প্রান্ত পর্যন্ত চারি বায়ু থেকে তাঁর মনোনীত লোকদের সংগ্রহ করবেন।

Read full chapter

Footnotes

  1. 13:24-25 দ্রষ্টব্য যিশাইয় 13:10; 34:4