Font Size
মথি 10:1-4
Bengali: পবিত্র বাইবেল
মথি 10:1-4
Bengali: পবিত্র বাইবেল
প্রচারের জন্য যীশু প্রেরিতদের পাঠালেন
(মার্ক 3:13-19; 6:7-13; লূক 6:12-16; 9:1-6)
10 যীশু তাঁর বারো জন শিষ্যকে কাছে ডেকে তাঁদের অশুচি আত্মা তাড়িয়ে দেবার ও সব রোগ-ব্যাধি সারাবার ক্ষমতা দিলেন। 2 সেই বারো জন প্রেরিতের নাম:
প্রথম হলেন শিমোন (যাঁকে পিতর বলা হয়),
তারপর তাঁর ভাই আন্দ্রিয়,
সিবদিয়ের ছেলে যাকোব
ও তাঁর ভাই যোহন,
3 ফিলিপ
ও বর্থলময়,
থোমা
ও কর আদায়কারী মথি,
আলফেয়ের ছেলে যাকোব
ও থদ্দেয়,
4 দেশভক্ত[a]
শিমোন ও যীশুকে (যে শত্রুর হাতে ধরিয়ে দিয়েছিল) সেই যিহূদা ঈষ্করিয়োতীয়।
Footnotes
- 10:4 দেশভক্ত দেশভক্তরা ছিল ইহুদীদের একটি রাজনৈতিক দল।
Bengali: পবিত্র বাইবেল (BERV)
Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International