Add parallel Print Page Options

পঞ্চম খণ্ড

(গীতসংহিতা 107–150)

107 প্রভুকে ধন্যবাদ দাও, কেননা তিনি মঙ্গলময়।
    তাঁর প্রেম চিরন্তন!
প্রভু যাদের রক্ষা করেছেন, তারা প্রত্যেকে অবশ্যই এই একই কথাগুলি উচ্চারণ করবে।
    প্রভু ওদের শত্রুদের হাত থেকে রক্ষা করেছেন।
প্রভু বিভিন্ন দেশ থেকে তাঁর লোকদের জড় করেছেন।
    তাদের তিনি পূর্ব ও পশ্চিম এবং উত্তর ও দক্ষিণ থেকে নিয়ে এসেছেন।

ওদের কেউ কেউ মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছিলো।
    ওরা বাঁচার জন্য অন্য জায়গা খুঁজছিলো
    কিন্তু ওরা কোন শহর খুঁজে পাচ্ছিলো না।
ক্ষুধা-তৃষ্ণায় ওরা ক্রমশঃই
    দুর্বল হয়ে পড়ছিলো।
তখন ওরা সাহায্যের জন্য প্রভুকে ডাকলো
    তাই তিনি ওদের বিপদ থেকে উদ্ধার করলেন।
ঈশ্বর সোজা তাদের সেই শহরে নিয়ে গেলেন যেখানে তারা বাস করতে পারে।

Read full chapter